যে কারণে রেশম কাপড় পরিধান করার অনুমতি দান করেছেন রাসুল [সা.]।


ﻋَﻦ ﺃَﻧَﺲٍ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﺭَﺧَّﺺَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﷺ ﻟِﻠﺰُّﺑَﻴْﺮِ
ﻭﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﺎﻥِ ﺑﻦِ ﻋَﻮْﻑٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨﻬُﻤَﺎ ﻓِﻲ ﻟُﺒْﺲ ﺍﻟﺤَﺮﻳﺮِ
ﻟِﺤَﻜَّﺔٍ ﻛَﺎﻧَﺖْ ﺑِﻬِﻤﺎ . ﻣﺘﻔﻖٌ ﻋَﻠَﻴْﻪِ
বাংলা হাদিস
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম যুবাইর ও আব্দুর রহমান
ইবনে আওফ (রাদিয়াল্লাহু আনহুমা)
কে তাদের গায়ে চুলকানি হবার দরুন
রেশমী কাপড় পরার অনুমতি দিয়েছিলেন।
[বুখারি ৫৮৩৯, ২৯১৯, ২৯২০, ২৯২২, ৫৮৩৯,
মুসলিম ২০৭৬, তিরমিযি ১৭২২,
নাসায়ি ৫৩১০, ৫৩১১, আবু দাউদ ৪০৫৬, ইবন
মাজাহ ৩৫৯২, আহমদ ১১৮২১, ১১৮৭৯, ১২৪৫২,
১২৫৮০, ১২৮৩৬, ১৩২২৮, ১৩২৭০, ১৩৪৭৩

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট